যতটুকু আকাশ ততটা স্বপ্ন
যতটুকু ভোরের আলো পড়ে আমার কাঁধে,
ততটুকু পথের যতটুকু পায়ের
এতটুকু সময় যতটুকু জীবন বাঁধে।
স্বপ্নের খোঁজে উড়ে যাই সুদূরে
গগন জুড়ে ছোটা এক শূন্য পালক হয়,
যে পালক কখনো হারে কখনো পায়
আকাশের মাপটা সবটুকু মাপের নয়।
হাত মেলাতে চাই আকাশেরই হাতে
কিন্তু মাটি টানে তার নিজ গন্ধে বেঁধে,
তবুও স্বপ্নে অটুট বন্ধন
মনের গভীর সে গহীন অবারিত সেধে।
তুমি বলো কল্প স্বপ্ন সীমিত
এতটুকু পথের জীবনের গল্প স্বল্প,
কিন্তু আমি জানি এতটুকু আকাশে
শত শত রঙ আঁকে বর্ণিল চিত্র কল্প।
যতটুকু আলোর যতটুকু আঁধার
বহু রাতের মাঝে অমিত শক্তিরা লুকানো,
শূন্যে একাকী ভেসে যেতেই খুঁজে পাই
সে অমর সাধের অঙ্গীকার দূরে সাজানো।
বায়ুর সাথে মিশি বৃষ্টি হয়ে ঝড়ি
এতটুকু আকাশে স্বপ্ন আমার বড়,
যতটুকু পাওয়া যতটুকু যাত্রার,
সবকিছু আমার অন্তরেই জড়োসড়ো।
একটু একটু করে বড় হতে থাকে
অল্প আকাশের এ তুষ্ট ছোট্ট স্বপ্ন,
কোনদিন হয়তো সে আকাশের নিচে
পূর্ণতা পাওয়া আলো কুড়াতে হবে মগ্ন।
নয়নের ভেতর ভরে যাবে আলোতে
হাঁটবো আলো ভরা মুগ্ধ জোনাকির পথে,
যে পথ চলা শেষ হয় না ক্ষণিকেই
বিষাদের আঁধার আসবেনা আর এ শপথে।
এতটুকু আকাশ এতটা স্বপ্ন
তবে এই অল্প তুষ্টিতে জীবন পূর্ণ,
যতটা অনুভব যতটুকু চাওয়া
ততটুকুই রং অতিরিক্ত তিতে চূর্ণ।
রচনা কাল:-
২৩ জানুয়ারি, ২০২৫
(পূর্ণ পর্ব ৭ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)