রিমঝিম বারিধারা বেলা দ্বিপ্রহর,
ঘনঘোর বরষায় ভেজা গ্রাম শহর।

মেঘমালা ঘন ঘন হাক ডাক ছাড়ছে,
শো শো বায়ু দূরপালে দুরন্তে ছুটছে।

সারাদিন বারিধারা ঝরো ঝরো ঝরছে,
নদী-নালা খাল-বিল জলে জলে ভরছে।

কদম্ব-কেয়া-জুঁই বনে বনে ফুটছে ,
বুড়ো -বুড়ি খোকা-খুকি সারাদিন ছুটছে।

টিনেরই চালায় কে ঝমঝম নাচছে?
ময়ূরও নেচে দেখো সুখে তান  ধরছে।

কলাপাতা ছাউনির তলে দেখো যুগল,
ছোট খোকা বড় খুকি বুড়ো-বুড়ি সকল।

পল্লীর বিরহিনী কাঁথে সুতা বুনছে,
ভুল করে মন ভুলে হাতে সুঁই বিঁধছে।

প্রকৃতির নবরূপ শ্যামলীর মায়ায়,
সবুজের নুপুরে পা কমলিনী কায়ায়।

প্রকৃতির যত রং বরষার গুনেই,
খুশিমনে চলে যায় শ্যামলীমা বুনেই।

জলহারা মেঘ খানি বরষার শেষেই,
পড়ে থাকে গগনের এক পাশ ঘেঁসেই।।

রচনা কাল:-
৩ জুলাই ,২০২৪

(পূর্ণ পর্ব চার মাত্রার মাত্রাবৃত্ত , পূর্ণ পর্ব সমপর্বিক, অপূর্ণ পর্ব সমপর্বিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ)