শীতের বিষাদে ফাটা ঠোঁটেরই ব্যথা,
হাড় কাঁপানোর বেদনা বিধুর শূন্যতা!

ঘন কুয়াশার দেয়ালে আটকা সকাল,
আলসে দিনের কর্ম বিমুখ বিকাল।

বলছে সবাই বসন্ত নাকি দুয়ারে,
কোকিলের ডাকে মুখরিত বন ওপারে।

গগনের গায়ে নীলিমা এঁকেছে ফটোক,
জীবন ঋতুতে সবই সাজানো নাটক!

বসন্ত আসে না হায় সবার ঘরে,
পাখিরা গায় না হাজার বছর ধরে!

চিলেকোঠারই ভাঙা ছাদে শীত জমে থাকে,
ফাগুন উড়াই ধূলিঝড় শুধু জীবন বাঁকে!

তবুও সবাই চিৎকার করে‌ বলে,
ফাগুন এসেছে প্রকৃতির মাঝে চলে।

দিনপঞ্জিকা বদলায় দুখ থাকে,
জীবনের ঋতু সবই একই থাকে!

রচনা কাল:-
২৬ ফেব্রুয়ারি, ২০২৫

(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক,  সমপর্বিক, অপর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)