প্রভাতের আলো ফোঁটার আগেই জাগে,
প্রতিটা দিনের শুরু এভাবেই আগে।

টিনের চালার ফাঁকে ভোর খুঁজে আস্থা,‍
একটু শুকনো রুটিতে সেরেছে নাস্তা।

পলিথিনে মোড়া একটা রুটির সাথে,
জীবন যেখানে যেমন মানিয়েছে পাতে।

ইট, বালি, রড আর সিমেন্টে আঁকে,
শ্রম ঢেলে দেয় প্রতিটি ইটের ফাঁকে।

ওরা স্বপ্ন ঢাকে ঢালাইয়ের নিচে,
তিল তিল করে গড়ে তোলা প্রাসাদে।

সকাল সন্ধ্যা কর্ম ভিড়ের জ্যামে,
দুপুরে একটু তপ্ত আসরে থামে।

ঠান্ডা পানির স্পর্শে কায়া শীতল,
পলিথিনে মোড়া দুটো ভাত খেয়ে কমল।

ফের ইট গাঁথে কিছু রড বাঁধে আনন্দে,
দিন শেষে মিলে কড়ি টরি সেই সানন্দে।

শহরের উঁচু উঁচু দালানের ভিতরে,
প্রাসাদে সাজানো এই সুন্দর নগরে।

জানে না ওদের নাম রাখে না কেউ খোঁজ,
অথচ গড়েছে দালান ওরাই রোজ।

আঙ্গুলেরই ফাঁকে স্বপ্ন গলে,
রড সিমেন্ট এ ঢালাইয়ের তলে।

এতোটুকু কড়ি‌ তবু মুখে হাসি ফোঁটে,
স্ত্রী সন্তানে’ দিনের অপেক্ষা টোটে ।

শরীরের সাথে যুদ্ধ করতে হবে,
সূর্যের সাথে প্রতিযোগিতাও রবে।

একটু চালের একটু ডালের আশায়,
ফের ফেরা ঘরে মুখ কালো হতাশায়।

তবুও খুশির মাতন ঠোঁটের কোণে,
ছোট্ট শিশুর আলু থালু হাতে’ পরশনে।

স্ত্রীর মায়ার বদনে শাড়ির আঁচলে,
ভালোবাসা বাঁধে হৃদয় বাঁধন পলে।

জীবন উপার্জনে টাকা উপার্জন,
পথে পথে খোঁজে সুখের সঞ্চয়ন।


রচনাকাল:-
১৬ই মার্চ, ২০২৫


(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক,  সমপর্বিক, অপর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)