এসো আজ সারা ছেলেমেয়েরা
যারা দেশ প্রেমে বুক বাঁধো,
যাব আজ সবে দেশ বাঁচাতে
যারা শহীদ স্মরণে কাঁদো।
জাগো জাগো শত সহস্র সন্তানেরা
তোমরা কি ঘুমিয়ে আছো আজো?
ঘুমিয়ে থাকা চোখ মেলিয়ে দেখো
শহীদের মত বীর সাজো।
জাগো জাগো শত সহস্র বাঙ্গালীরা
তোমরা কি ঘুমিয়ে আছো আজো?
সাজো বীরের মতো বীর সেনাদল
হৃদয়ে জয়ের বীণা বাজো।
তড়িঘড়ি করে ঘুম ভেঙ্গে নাও,
দেশটা যে যাচ্ছে বিলুপ্তির পথে,
ভয় পেয়ো না জয় করো ভয়
মিলিয়ে হাতে হাত চলো এক রথে।
ওরা উজবুক যত ওত পেতে থাকে
দেশ খেকো মাস্থান,
লড়াই করো লড়াকু বীর দল
তোমরা যে এ দেশেরই সন্তান।
রচনা কাল:-
১৩ নভেম্বর, ২০০৯ সাল