হাউস ওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি?
এমন প্রশ্নের যুতসই উত্তর রেডি।
আমি পারফেক্ট এক ওয়ার্কিং ওম্যান,
আমার চলাচলে নেই কোন ট্রাফিক জ্যাম।
আমি সাত সকালে বাজি অ্যালার্মের ক্লক,
আমার সার্ভিস পরিবারের জন্য ব্লক।
আমিই একজন পারদর্শী নারী কুক,
আমি শুধু আমার পরিবারের জন্য বুক।
আমিই ওয়েটার এক সার্ভেন্ট দক্ষ,
পার্ট টাইমের টেইলার্স এক পক্ষ।
প্রয়োজনে বাসন মাজিয়ে প্রয়োজনে ধোপা,
প্রয়োজনে ঘরের কাজে হয় না কোন কোপা।
আমি গৃহশিক্ষিকা এক সিকিউরিটি গার্ড,
একজন নার্স আমি নেই না কোন পার্ট।
রিসেপশনিস্ট খুট খাট যন্ত্রে মিস্ত্রি,
আমিই একজন বউ প্রেমিকা মিত্রা স্ত্রী।
বাচ্চাদের জন্য আমি আলাদিনের চেরাগ,
বিনা বেতনী নিমিত্তে মনে নেই কোন বিরাগ।
নেই ওয়ার্কিং নেম না আছে কোন বেতন,
না ইনক্রিমেন্ট না আছে কোন প্রমোশন।
তবুও প্রত্যেকের কাছেই আমি জিজ্ঞাসিত,
আমার শ্রম মেধা ঘরের কর্মে বিকশিত।
হাউস ওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি?
এমন প্রশ্নের যুতসই উত্তর রেডি।
রচনা কাল:-
২৯ আগস্ট , ২০২৪
(পূর্ণ পর্ব সাত মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)