শিশির বিছানো শিউলির ঝরা পথে,
বিষন্ন কাশে ঝরা শেফালীর রথে।
আলোর আঁধারি কুয়াশায় চোখ ঢেকে,
শিরশিরে হিম করুণ বাষ্প মেখে।
সন্ধ্যা প্রদীপ তাহার মলিন কুয়াশাতে,
ধান ভাঙ্গা গানে আছে সে কানটা পেতে।
ম্লান বধুয়া কল্যাণী রূপশ্রী রূপ,
আঁচল তাহার সোনার ধানের স্তূপ।
ফুলের বাহার হীনে শোক ছায়া বনে,
সোনালী ধানের কদর গৃহের কোণে।
মলিন বসনে হেমন্তী দাঁড়ায় আসি,
শীতল কাজলে অধরে মধুর হাসি।
শরতের ডালা ফেলিয়া এসেছে অদূরে,
স্বর্ণ’ মালা গেঁথেছে ধরণী পুরে।
ফসলে শূন্যতা পল্লীর বাট মাঠ,
শূন্যতায় ছেয়ে গেছে প্রান্তর বিরাট।
চরণ পরশ রাঙিমা শিশির জলে,
নীরবে বিদায় চাওয়া চোখের কূলে।
আপন দানের আড়ালে আসন পেতে,
অঘ্রান কাটিয়া পাড়ি জমে ধূস’ কুয়াশাতে।
রচনা কাল:-
৩১ অক্টোবর, ২০২৪
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রা বৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)