ফের চলেছি হাওয়ার চাকায়
গন্তব্য ঢাকা,
মাকে রেখে বাবার ঘর
হৃদয় করে ফাঁকা।
এখন বেলা ভর দুপুর,
বাবার ঘর অনেক দূর।
হাওয়ার চাকায় ছুটছে গাড়ি,
ছেড়ে এলাম শ্বশুর বাড়ি।
ফের ফেরা আপন নীড়ে
সংসার এক মায়া,
এই সানন্দে মন আনন্দে
শক্ত মনো কায়া।
ফের টোনাটুনির সংসার
খেলনা বাটি খেলা,
ভালবাসার মাদকতায়
ভাসিয়ে প্রেমের ভেলা ।
আমার ডিঙ্গি ডাঙ্গা ডাঙ্গে
মেঘের ভেলা আকাশ গাঙ্গে।
ছেলে মেয়ে ঘুমের ঘোরে
একটুখানি ঢোলে ,
আলতো সুখের ছোঁয়া পেতে
মায়ের পরশ বোলে।
এইতো গাড়ি ছুটছে ভালোই
নেই যানজট,
রৌদ্র মেঘের খেলা চলে
মনে লাগে খট।
আজান ধ্বনির মিষ্টি মায়া
চলতে ফিরতে জহর,
হেলে ঢুলে হাওয়ার গাড়ি
ফিরতে বাড়ি আসর।
রচনাকাল:-
৯ অক্টোবর, ২০২৪