গেন্দা ফুল গেন্দা ফুল মালায় গাঁথি তোরে,
তোরে গলায় বাঁধিবো আমি ভালবাসার ডোরে।
মালা গান্ধা মালায় ভালা সে পাপড়িতে উজার,
হলুদ ছাতি পসরা মেলি সুন্দরের পূজার।
গেন্দা ফুল গেন্দা ফুল মালায় গাঁথি তোরে,
বাঁধিবো গলে রাখি যতনে তোরে আপন করে।
আমার হাত বাঁধিস তোর মম কাতর ছোঁয়া,
তোর পরশ মাখিস পায়ে ভালোবাসায় ধোয়া।
তোর মিষ্টি হাসি চিমটি কাটে জড়িয়ে প্রাণ,
তোর হলদি পরশ বায়ু মধু ছুটায় ঘ্রাণ।
ইচ্ছে করে কাড়িয়ে নেই তোর মধুর দ্যুতি,
একটুখানি তোর পরশ মাখি ছুটায় জ্যোতি।
গেন্দা ফুল গেন্দা ফুল রোজ সকালে আসি,
ছুটায় তার প্রেমের দ্যুতি মখমলের হাসি।
বিকেল হলে দল পাকিয়ে প্রজাপতির মেলা,
ভ্রমর আসে তৃষ্ণা প্রাণে করে মধুর খেলা।
আকুল প্রাণে মৌমাছিরাই হয়ে পাগল পারা,
সঙ্গে তার গেন্দা ফুল হয়ে হৃদয় হারা।
রাত্রিরা যায় দিবায় আসে গেন্দা শুধু থাকে,
গন্ধে তার আকুল হয়ে সবাই ছোটে ঝাঁকে।
গন্ধমাদন গেন্দা ফুল গাঁথিবো তোরে মালা,
গন্ধ মাধব পাগল ঘ্রানে মানায় তোরে ভালা।
রচনাকাল:-
২ নভেম্বর, ২০২৪
(পূর্ণ পর্ব ৫ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)