দুনিয়াতে সহজ সবই কঠিন ভাবে সবে ,
পড়াশোনায় এত গন্ডগোল কেন তবে।

অংকে মাথা ঘুরে ইংরেজিতে  খুবই কাঁচা ,
সামাজিকে আছে গোলমাল আমাকে কেউ বাঁচা।

সাধারণ বিজ্ঞান নয় তো সাদা,
আছে অনেক বাধা।

চারুকলা সব দেবদারু,
পড়লো আমার মাথায় ঝাড়ু।

হঠাৎ হঠাৎ ইসলাম শিক্ষায় ফেল,
জরিমানা হবে নাকি জেল?

আমি কিন্তু ছাত্র ভাল কথাই নাই গোলমাল,
বুনে যাচ্ছি দিন দিন ভবিষ্যতের স্বপ্ন জাল।

রচনাকাল:-
২৯ নভেম্বর, ২০১১