হায় হায় মূর্খ রে তোর সবখানেতে সাজা ,
সব মানুষের কাছে গিয়ে হশ রে তুই বোঝা।

বুঝিস না তুই সমাজের ভান কত রীতি নীতি,
পথে পথে কাটার আঘাত নেই জীবনে গতি।

এত বাধা পথে পথে বুঝিস না কেন হায়,
মুখ টিপিয়ে কত কথা কানের তলা ঘষে যায়।

এত অপমান নিয়ে আর জ্বলবি কত বল,
এবার তবে বই নিয়ে বিদ্যাপীঠে চল।

কি ভাবছিস মনে মনে বয়সের কথা,
লেখাপড়ায় বয়স নাই মনে রাখিস তথা।

একটুখানি ভালোবেসে বললাম একটা কথা,
ইহাই জ্ঞানের কথা নয় অযথা।

রচনা কাল:-
১৮ জুন ,২০১০ সাল