ঘরে ঘরে জ্বালো আলো,
যে আলো ঘুচবে কালো।
এই আলো জ্ঞানের আলো,
যে আলোয় সব হবে ভালো।
যে আলোতে দেখব ধরা,
হবে সবাই ছানাবড়া।
স্বপ্ন আমার ছুটবে আভা,
অন্ধকার টুটবে জাভা।
যে আলোতে নতুন চক্ষুদান,
সেই আলোতেই গড়বো জ্ঞানের সম্ভাষণ।
রচনা কাল:-
১১ ডিসেম্বর, ২০১০