তোমার পা হারায় যদি পথে
চারপাশ ঢেকে যায় যদি আঁধারে,
দু’ চোখের দৃষ্টি বিলীন হয় যদি পাপে
তবু আশা মিলবে রবের দুয়ারে।

আশার ভাসমান আলো
আছে তাতে পুঞ্জীভূত,
হৃদয়ের কালি বেদনার ঝুলি
বিকৃত পাপাচারে নিষ্কৃতি দূরীভূত।

তাওবা যেন সাগরের ঢেউ
যেখানে ধুয়ে যায় সব গুনাহ,
দিশাহারা পথিক পথ খুঁজে পায়
যতই চাইবে পানাহ।

যদিও বনান্তরের অন্ধকারে হারাও
যতই তুমি ভেঙে গুড়ে যাও,
ফুলের সুবাস নতুন এক সকালে
ফের আশা খুঁজে পাও।

তাওবা আসুক তোমার হৃদয়ে নদী
ধুয়ে যাক সকল শোকার্ত বালু,
যেখানে গুনাহ হয়ে যায় পলাশ
চিরন্তন পূর্ণতা ফের হয় চালু।

রবের দরজায় ফিরে চলো
যেখানে প্রতিটি অশ্রু স্নিগ্ধ বৃষ্টি,
যা সিক্ত করবে তোমার হৃদয় মাটি
আল্লাহর মেহেরবানিতে যত কৃষ্টি।

রচনা কাল:-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫