আমরা বাঙালি বীরেরই জাতি বীর সেনা,
পরাধীনতার ছিড়তে শিকল দেই হানা।

তপ্ত রক্ত জেগেছে এবারে কচি প্রাণে,
রক্ত দানের জিকির জেগেছে মধু ঘ্রানে।

আমরা জেগেছি মানুষে মিলিয়ে হাতে হাত,
এক সুরে আওয়াজ তোলো হবে শত্রু কাত।

পরাধীনতার ভাঙতে শিকল মোরা বন্য ,
জিনিতে বিজয় ভেঙে পরাজয় মোরা ধন্য।

রক্ত দানের পুণ্যে আমাদের আছে মুগ্ধ,
বুক পাতা আবু সাঈদেরা করে যুদ্ধ।

আমরা জেগেছি হাজারে হাজার লক্ষ কোটি,
হায়েনার দল হারাবেই বল ছিড়ে টুটি।

আমরা বাঙালি মৃত্যুরই সাথে লড়ি পাঞ্জা,
মোরা মহাভয় জিনিতে বিজয় মোরা ঝাঞ্চা।

আমরা চেতন অচেতন চিতে বরণিয়া,
আমরা অজর অমর অক্ষয় স্মরণীয়া।

আমরা মানব দমনে দানব কাল শনি,
এক জনে মরে হাজারে হাজারে তুলি ফনি।

মোরা আপনার তালে নেচে যাই চাই মুক্তি,
মোরা রৌদ্র রবি বিলিয়ে বেড়ায় যত শক্তি।

আমরা চাই না বারুদ বহ্নি কালা নল,
মোরা হিন্দোল হিম ছায়ানট কোলাহল।

আমরা মানি না শাসন ত্রাসন পরাজয়,
ফের পেলাম স্বাধীনতা মোরা মহাভয়।

মোরা উত্থান অচেতন চিতে করি চেতন,
আমরা বিজয় বিশ্ব তোরণে জয় কেতন।

রচনা কাল:-
৬ আগস্ট, ২০২৪

(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব  অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)