দুঃখকে যে পর করিলো,
সে যেন হায় সুখ ছাড়িলো।

সুখের দেখা পাবে ভবে,
আগে দুঃখ দেখো তবে।

দুঃখ আসে আপনা আপনি,
পিছনে তার সুখ লুকিয়ে তা কি দেখনি।

আগে যেবা দুঃখ দেখতে পায়,
সে জন সুখের স্বাদ ভালো ধায়।

সুখ যদি চাও এই ধরাতে
দুঃখকেও হবে মানিতে।

নিন্দুকেরই নিন্দা শুনে,
কতই দুঃখ লাগে মনে।

তবুও নিন্দুকই আপন,
অহংকারে করতে দাফন।

এমনই সব দুঃখের পরে সুখ লুকিয়ে রয়
এমনি করে সুখে-দুখে জীবন কেটে যায়।

রচনাকাল:-
২১ মে ,২০০৮ সাল