ভারি শ্বাসে বুক ভার দীর্ঘশ্বাস,
বুকেরই ভিতর কাঁদে লাগে হাসফাঁস।

নিবিরে খুঁজি যে তোমায় ওগো সোনাই,
নিভৃতে যতনে গাঁথা ফেলো না ধূলাই।

তোমাতে  করেছি শুরু ভালোবাসাবাসি,
স্বপ্ন গো আমার রবো পাশাপাশি।

হৃদয়ে এঁকেছি বসন্ত সম্ভার,
ভালবাসার আছে কি উপসংহার?

কত ভালবাসি- চোখ ভিজে কাঁদি,
ভালোবাসার আশার আশে বুক বাঁধি।

বসন্তে এ বার নির্মম স্মৃতি,
কষ্টের পাথার বুকেই রচি  গীতি।

স্মৃতির পাতারাই হাহাকার করে,
তোমারেই কারণে প্রেম স্মৃতি সরে।

ক্ষণেক ক্ষণে মেলে তোমার সোনা মুখ,
স্বপ্নচূড়া ভেঙে মনের অসুখ।

খানিক বাদেই ফের দীর্ঘশ্বাস ,
বেদনারই ক্ষণে মিলে না তোমা' আস।

দীর্ঘশ্বাসে কালি হল কলেবর ,
নির্ঘুমে কাটে বেদনার সরোবর।

কত ভালবাসি তুমিই জানো বেশি
শিশির তিয়াসে বকুল যে  দিবানিশি।

এত প্রেম নিয়ে সখা ডাকি বারে বারে,
প্রেম গো ফিরে এসো আমারই দ্বারে।

তোমার বুকে ফেলবো শেষ নিশ্বাস,
চূর্ণ করো না মন ভেঙ্গোনা বিশ্বাস।

রচনা কাল:-
২২ জুন , ২০২৪