চোখের পাতার আড়ালে লুকানো
চোখের গভীরে সমুদ্র,
অশ্রুর ঢেউয়ে হাজারো স্মৃতি
এঁকেছে রহস্য সূত্র।
তোমার নয়নে কখনো আকাশ
ভরেছে তারার নূরে,
সমুদ্রের নীলে বেঁধেছে বৃষ্টি
রাতের আলেয়া সুরে।
ঢেউয়ের মতো নীরব কথারা
শোনায় রহস্য গল্প,
অজানা রত্ন গর্ভে’ কথন
অচেনা থেকেছে অল্প।
একটি নয়নে বন্দি হাজারো
না বলা কথার ঝুড়ি,
হৃদয় বাঁধনে রঙিন রত্ন
দিয়েছো নয়নে জুড়ি।
ঢেউয়ে ঢেউয়ে জেগে ওঠে সেথা
সুখ হাহাকার শত,
শান্ত গল্প কখনো প্রলয়
অশান্ত হয় কত।
চোখের তারায় আকাশের ডাক
মাটির শপথ শুনি,
হাসির শাসন অশ্রুর ত্রাসন
শত ইতিহাস গুনি।
রক্ত চোখের বিজয়ের কাব্য
স্বাধীনচেতা ছায়া ,
অগ্নি নয়নে সাহস জ্বলে
দন্ডায়মান কায়া।
দৃষ্টি তোমার এক জাদুঘর
স্মৃতি লুকায় যেথা,
মানচিত্র তোমা’ ধারণ করেছো
সাঁতারু হয়েছি সেথা।
কতটা ভিখারি খুঁজতে তোমার
চোখের রহস্য মানচিত্র,
চোখের গভীরে সমুদ্র যেখানে
গোপন অমোঘ ছায়া চিত্র।
চোখের পলক আমায় ডেকেছে
ভালোবাসা ভেবে আসি,
তবুও কতটা অচেনা থেকেছো
যদিও রয়েছি পাশাপাশি।
দোলন চাঁপারা ভেসে থাকে সেথা
হারি সেথা আমি রোজ,
নাবিক সেজেছি তবুও পাইনা
গোপন কথার খোঁজ।
রচনা কাল :-
১১ জানুয়ারি, ২০২৫
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)