বিটপী শাখের যত্ন ছাড়ি
ছিন্ন বকুল পথের ধুলায়,
কোন বেদনায় কিসের লাগি
লোটে রে তনুই চিক বালিকায়।
ছায়া শীতল আদর ছাড়ি
ভেজা শিশিরেই বেলা অবেলায়,
ফুলেল তনুর সজ্জা ছাড়ি
সুবাসিত ফুল লুটে রে ধূলায়।
ছিন্ন বকুল সুবাসিত সে
ছোট্ট এক ফুল,
যত্নে কুড়াবে এক ললিতে
নাই করিবে ভুল।
ছিন্ন বকুল সূচের খোঁচায়
না ফেলি হেলায়,
যত্নে ললিতে লম্বা সুতায়
বাঁধিবে মালায়।
চিকুর কুন্তলে রাঙ্গা ললিতে
বাঁধিবে খোঁপা,
সুবাসিত ফুলেই মিটিবে সখার
অভিমান কোপা।
খোঁপায় সাজিবে ছিন্ন বকুলে
মালায় ভালা,
ধূসর বাসর রাঙ্গা হইবে
সাজিয়ে ডালা।
বকুলের মালা সাজিয়ে খোঁপা
সাজিয়ে নুপুর,
ঝরবে বকুল খনেক বেলা
হৃদয় চুরচুর।
শুকাবেই মালা সজীবতা ছাড়া
তবুও আকুল,
ঘরময় সারা সুবাসেই ভরা
গন্ধে ব্যাকুল।
রচনা কাল:-
১৯ জুন ,২০২৪