বসন্ত এলো হাসি খুশি মুখে
চোখ ভরা আঁকা ছলনা,
ফুটি ফুটি ফুলে গুনগুন গানে
বাজি অভিমানি বীণা।
রক্তরঙের পলাশের গায়ে
কৃষ্ণচূড়ার ডালে,
কোকিলের সুরে কুহুকিনি গানে
গোপন ব্যথার কালে।
খেয়ালী হাওয়া শিস্ দেয় কানে
তৃষ্ণার ছলে ধায়,
পলকে পলকে হৃদয় পুড়ছে
দুঃখ অনলে কায়।
সুগন্ধি ফুলে ভরেছে বাগান
মনে মনে জাগে ফাগুন,
ওদিকে আকাশ নীল অভিমানে
জ্বালে প্রণয় আগুন।
সে যে প্রেমিক, সে পথিক, বাউল
অগোছালো দোলা মন,
সে আগুন, সে যে রঙ, সে বিদায়ী
তবুও সঙ্গী জন।
চাইলেও কাছে আসেনা আবার
ছুঁতে গেলে যায় হারিয়ে,
বিদায় বেলায় স্মৃতির বুকে
প্রেমের হাতটা বাড়িয়ে।।
রচনাকাল:-
৮ মার্চ, ২০২৫
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)