গ্রীষ্মের তিরোধানে বর্ষার আগমনে
বৃষ্টি তেয়াসী তরু অবুঝ,
মরুময় ছাদবনে কচি কাঁচা ডাল মেলে
বৃষ্টি বিলাসী তরু সবুজ।
ছাদেরই এক কোণে খড়মাটি ঠনঠনে
বৃষ্টি বিলাসে তাও কোমল,
মখমলে কচি পাতা ছোট এক ঘাস ফুলে
উজার করেছে ডাল সকল।
ছোট এক মাটি টবে মাটি গুলো খটখটে
গভীর শোকের ধ্যানে গোলাপ,
বাদলের ধারা দেখে আনমনে সুখ খোঁজে
ইরানি গোলাপ বকে প্রলাপ।
ছাদে ছাদে বৃক্ষ সভা ধ্যান জ্ঞান আলোচনা
নতুন প্রাণের সাধে মেতেছে,
মর্মরে মগডালে কচি পাতা আহবানে
বৃষ্টি তেয়াসী তরু জেগেছে।
আকাশের আয়োজনে কালো মেঘ অনুদানে
বৃষ্টি আসার ক্ষণ এলো যে,
শুষ্কতা নিরসনে প্রাণভরে জল পানে
বৃষ্টি তেয়াসী তরু গণ যে।
অবশেষে ছাদবনে কচি পাতা জয় গানে
ছাদের বাগান বন দখল,
শহরের ছাদে ছাদে সবুজের সমারহে
তেয়াসী তরুই হলো সফল।
রচনাকাল:-
৯ জুলাই, ২০২৪
(পূর্ণ পর্ব আট মাত্রার মাত্রাবৃত্ত, সম মাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব সমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ)