বৃষ্টির দেখা নেই একি অনাসৃষ্টি ,
মাঠ ঘাট পুড়ে যায় নেই কোন বৃষ্টি।

রোদ্দুর উত্তাপে মাঠ ঘাট খরখর,
বেজায় গরমে ঘাম ঝরে দরদর।

চারিদিকে হাহাকার সবাই বৃষ্টি চাই,
বৃষ্টি কোথায় -বৃষ্টি নাই।

কৃষানের  মাঠে ভরা ফসলে খরা,
এতটুকু লাভ শুকালো মাষের বড়া।

এই অবস্থায় ফসল ফলা হলো দায়,
বৃক্ষসভাও এখন বৃষ্টি চায়।

বুড়োবুড়ি খোকাখুকি গরমে কাতড়ায়,
গরম বাড়বে আরো আবহাওয়া বার্তায়।

টিনের চালা দিলাম পেতে বৃষ্টি তুমি আসো,
একটুখানি স্বস্তি দিতে ঝম ঝমিয়ে নাচো।

বৃষ্টি তুমি আসো শহর নদী গায়,
আমরা সবাই তোমার অপেক্ষায়।

আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও,
মোনাজাতে আমরা কবুল ফরমাও।

রচনাকাল:-
৩ মে, ২০২৪