জীর্ণ শীর্ণ পুরাতনে আঁকড়ে থাকা প্রাণ,
সবই ভুলে গাব আজ নতুনের গান।
এমন দিনে কবিতা পেল হারানো ছন্দ,
নববর্ষে ভেসে যাক পুরাতন যত মন্দ।
কি আনন্দ কি আনন্দ নতুনের আনন্দ,
জাগছে প্রাণে আনন্দের নতুন নতুন ছন্দ।
কবিতার সুরে ঝংকার শ্যামলী রঙিন দিন,
প্রাণে মনে বেজে যায় সুরেলা নবীন বীণ।
বছর ঘুরে বদলে গেল স্মৃতির আসর,
নতুন বছরে এইবার প্রাণের কদর।
চারিদিকে নতুন সাজে নতুন এই দিন,
দুঃখ ভুলে নতুন বছর বরণ করে নিন।
গ্লানি বহন করতে হৃদয় আজকে ভার,
রঙ্গে ঢঙ্গে বেশ নিয়েছে যে যেমন যার।
লোভ লালসা মোহ মায়া যত আপনার,
দূর করি সব কালো খোলো হৃদয় দ্বার।
ঝুপসি মাথায় কালো মুখে বৈশাখ এলো দেশে,
মেলায় মেলায় পাল্লা দিয়ে বরণ করলাম শেষে।
পা দুটি তার ধুয়ে দিলাম মাইলা নদীর ঘাটে,
আদর করে বসতে দিলাম বিন্নাগাড়ির মাঠে।
সবুজ কানন দলের সবাই দিচ্ছে তারে হাওয়া,
পান্তা শুটকি ইলিশ মাছে হল যে তার খাওয়া।
চারিদিকে আনন্দ আমেজ সন্ধ্যা আর দুপুর,
গাছেও করে বর্ষবরণ পরে সবুজ নুপুর।
আজকে মোদের মেলায় মেলায় হচ্ছে বর্ষবরণ,
এই কবিতায় রচন রবে কচি কাঁচা দলের স্মরণ।
রচনা কাল:-
১৪ ই এপ্রিল, ২০১১