একটু একটু সঞ্চিত জলে
আড়ি দিয়ে রবি’ সনে,
সায়র তোমায় নদী জলে ভরে
মিশে যাবো তোমা’ পরশনে।

দেখেছি তোমার বক্ষচেরা রূপ
খাঁখাঁ করে রুক্ষ বুক,
তোমার রুক্ষতা মুছে দিব জলে
কেঁদে যদি হয় সুখ।

সাগর তোমায় নদী জলে ভরে
এক কোণে রবো শেষে,
মুক্ত হস্তে জল করে দান
বিষাদ ঘুচবো অবশেষে।

জলে ভরা মেঘ বিষাদেই ভার
বেদনার জলে টলোমল,
সাগর তোমার বুকে নাও জল
হেথা আঁখি জলে ছলোছল।

শুভ্রতা আমায়  জড়াজড়ি করে
নীলাকাশে আমি শোভাময়,
বিষাদের জল সব নিয়ে নাও
সাদা মেঘে গগনে প্রণয়।

সেই বিরহীনি মেঘ আমি হেথা
বেদনায় কালো মুখে,
গগনে দুঃখ উড়াই ওপারে
গুমড়িয়ে শোকে দুখে।

আমার দুঃখ যদি হয় তোমা’
শূন্য বুকেরই পূর্ণতা ,
নাও তবে বুক পেতে আঁখি জল
মিটাও তোমার জীর্ণতা।

রচনা কাল:-
৫ জুলাই ,২০২৪


(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবিত্ত, সমপর্বিক ,অপূর্ণ পর্ব অসমপর্বিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ)