ভাঙতে ‍এই পাথর বাঁধা কোটা,
কতো প্রাণের নাশ হলো যে নোটা।

অকালে কতো প্রাণ গেলো যে তাজা,
অবোলা কতো মানুষ পেল সাজা।

সমরে কতো শত পটল তোলা,
তবুও কতো যে হলো জলে ঘোলা।

আঁতকে ওঠা মাতা পুত্রের শোকে,
দুখিনী বোন ক্রোধে প্রলাপ বকে।

ওরা জেগেছে মিলিয়ে হাতে হাত,
জমিয়ে রাখা আশার পদাঘাত।

ওরা এখনো মাথায় নোয়াই নি,
বীরের মতো রাস্থা ছাড়েই নি।

এক হয়েছে সড়ক পথে যতো,
ওরা বীর বাঙালি বীরের মতো।

দুঃসাহসী ওদের নেই ভয়,
দূর্জয় কে করবেই যে জয়।

ভয় করেনা দিতে এ বক্ষ পাতি,
ওরাই বীর সৈন্য বীরের জাতি।

বুলেট বুকে সমরে চক্ষু বোজে,
ওরা রক্ত দানের পূণ্য খোঁজে।

বিকাশ হবে মেধা নিধনে কোটা,
কোটাধারীর ঘুচিয়ে যাবে খোটা।

অভয় প্রানে ওরাই দুর্বার,
কোটা নিয়ম ভেঙ্গে চুরমার।

রচনা কাল:-
২১ জুলাই, ২০২৪


(পূর্ণ পর্ব পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব সমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ বিশিষ্ট।)