বিজ্ঞ বলে,
নিরক্ষর রে তোর মাঝে যে এতই অন্ধকার,
কি করে পাবি তুই কদর সমাদর?
তোর মাঝে এই অন্ধকারে কাল পড়েছে কত?
রিক্ততা আর তিক্ততাতেই পচেছে যে তত।
তোর মাঝে যে অন্ধকারের ভয়,
ইচ্ছে কি হয়না কভু অন্ধকার কে করতে জয়?
মূর্খ বলে,
আলো নেই কে বলেছে আলো চারিদিকে,
সকাল হলেই ঠিকরে আলো পড়বে চৌ দিকে।
দুইখানি মোর চোখ আছে তাতেই ধরা দেখি,
জীবন থেকেই দিনে দিনে দু কলম শিখি।
চারখানি মোর হাত পা আছে কর্ম করে খাই,
সুখে দুখে এমনি করে দিন গড়িয়ে যাই।
বিজ্ঞ বলে,
সূর্যের আলো নয়তো যেবা ,
জ্ঞানের আলো সেবা।
যে আলো তোর মনের কালো, করবে পরিষ্কার,
সমাজে কেউ না করিবে তোকে তিরস্কার।
যে আলো তোর জীবনের ঘুছবে সকল কালো,
জ্ঞানের আলো গড়ে জীবন ভালো।
মূর্খ বলে,
আমি ভাই মূর্খ চাষী জানিনা অনেক কিছু,
জানিনা তাই মনটা আমার শিশু।
জানি চাষা চাষি তাতেই পেট চলে,
গুণীজনের দোষ বেশি লোক সকলে বলে।
বিজ্ঞ মূর্খে কথোকপন এমনিভাবে চলে,
মূর্খ বিজ্ঞের বিপরীতেই ফলে।
রচনাকাল:-
২ জানুয়ারি, ২০১১ সাল