অগ্নিবীনার সুর ঝংকার
আপামর জনতার
বিদ্রোহী দুখু,
জাগরণের - আলোড়নের
সত্যের - ন্যায়ের
বিদ্রোহী ভিগু।
রবীন্দ্র প্রভাব মুক্ত
লেখনী চিরযৌবন যুক্ত
বিদ্রোহী দুখু,
প্রমত্ত প্রভঞ্জনের আলোড়ন
জনতার জাগরণ
বিদ্রোহী ভিগু।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার
আসানসোল মহকুমার
বিদ্রোহী দুখু,
কাজী ফকির মোহাম্মদের
জাহেদা খাতুনের
বিদ্রোহী ভিগু।
লেটো গানের দলের
রুটির দোকানের
বিদ্রোহী দুখু,
বেদুইনের - চেঙ্গিসের
অগ্নিবীণার - বিষের বাঁশির
বিদ্রোহী ভিগু।
ফুল- ফল - ফসলের
কাঁদা - মাটি - জলের
বিদ্রোহী দুখু,
পল্লী জননীর - ঝলমলে লাবনীর
হিন্দু - মুসলমানের
বিদ্রোহী ভিগু।
মানবতার - সাম্যের
নরের -নারীর
বিদ্রোহী দুখু,
ছোটদের -বড়দের
দেশের -দশের বিশ্বের
বিদ্রোহী ভিগু।
মানবতার কবি- সাম্যের কবি
কবি জাতীয়তার
নজরুল নামী বিদ্রোহী দুখু,
ব্যথা - বেদনার কবি
কবি যৌবনের,কিশোরের - যুবকের
নজরুল নামী বিদ্রোহী ভিগু।
রচনা কাল:-
পহেলা জুন ,২০২৪