মাথা ব্যথায় চোখে আঁধিয়ার থুবরে পড়ে মুখ,
জ্বলছে চোখের মনি হায়! কে বুঝিবে দুখ।

ঘাড় হতে মস্তক ব্যথায় নীল সেই সংযোগ,
ঐ সংযোগে মেলেছে যত ব্যথা যেন দুর্যোগ।

ঘুমের অপূর্ণতা বুঝি এই মাথা ব্যথার কারন,
যে শোনে সে বলে, ঘুমাতে কে করেছে বারণ?

অল্প কথায় সাদামাটা বেশি কথায় জটিলতা,
ডানাহীন পাখি হাতরিয়ে বাঁচি যেন আলোকলতা।

উহ! মাথাব্যথা টেনশন-ই বুঝি এর দাবদাহতা,
উজবুক টেনশনে খাটে না কোন গুণের নামতা।

মাথাব্যথা ঠিকরিয়ে পড়ছে- ক্রমশই বাড়ছে,
টনটন চিপদ্বয়ে আঙ্গুলীর চাপে আরাম লাগছে।

চিতি বরাবর  কুন্তলে যেথা ভাবভুব মেলা থাকে,
ব্রেণোর তেলে জ্বালা মিটেনা মৃত্যুর ছবি আঁকে।

সংসার খেলাঘরে পেতেছি শুদ্ধ প্রেমের জুটি,
মগজ জুড়ে মাথাব্যথা খালি এই শব্দই দুটি।

মস্তক নীলা বেদনায় আজি চিন্তাশক্তি ম্লান,
নিরসনে মাথাব্যথা না হয় হোক  মৃত্যু স্নান।

গুরুচন্ডালিকা কোথা, কোথা থেকে বিস্তার?
কোথায় গেলে পাবো তোর থেকে নিস্তার?

ও আল্লাহ আমার রব কবুল ফরমাও,
এ জিন্দিগিময়  মাথাব্যথা ভালো করে দাও।

রচনা কাল:-
৮ আগস্ট, ২০১৭