বাজার গরম কিসে শরম আমজনতা চিৎ,
দ্রব্যমূল্যের রোষানলে পুড়ছে মানুষ ধিক!
বাজার ঘুরে হতাশফেরি নিত্যপণ্যের বাড়ছে দাম,
লাগামহীন অর্থনীতি ঊর্ধ্বমুখী অবিরাম।
হায়রে হায় কি উপায় আমরা মানুষ নিরুপায়,
হাঁসফাঁস অর্থনীতি জীবিকার কি সৎ উপায়?
বাড়ছে দাম অবিরাম তেলের নুনের চালের,
বাদ পরেনা কোন সবজি সিরকা চিয়া ডালের।
"হীরা পানি বাধা" উল্টে গেছে গোলক ধাঁধা,
পানির দামে ও পড়ছে বাঁধা।
যৎ সামান্য অর্থ কড়ি চাহিদা আছে ভরি ভরি,
অর্থ কষ্টে বিরাণ ভূমি যোগান হয় না তড়িঘড়ি।
যোগ বিয়োগে কমবেশি চাহিদা আর যোগান,
গরিব দেশের গরিব কৃষক যতই ফসল ফলান।
বছর ঘুরে রুটিন করে বন্যা খরা জলোচ্ছ্বাস,
অজুহাতে বাড়ছে দাম উৎপাদনে হ্রাস।
রাতারাতি গোডাউন জাত করছে সবই,
সিন্ডিকেটের পসরা মেলে ভোগ করছে সবই।
বিক্রেতারাও থাকে তালে ধর্মঘট আর হরতালে,
ওরা কারা এদেশটাতে তলে তলে আগুন জ্বালে?
আরো কত রাগ ঢাক অকৃত্রিম ঘাটতি,
বাজার ঘুরে হেরি কত লাগামহীন মুদ্রাস্ফীতি।
ঘাটতি পূরণে হঠাৎ করে আমদানি পণ্যের বরজ,
আরো বারে দাম বারে যদি তার খরচ।
এটা নেই ওটা নেই গ্যাস বিদ্যুৎ জামদানি,
নেই নেই হাহাকার উচ্চ শুল্কে আমদানি।
বছর বছর বাড়ছে জ্বালা বাড়ছে কর পীড়ন,
কর পীড়নে বেগতিক রোষানলে হিরন।
মানুষ সবাই অসহায় দিনকে দিন বাড়ছে ব্যয়,
বুক পকেটে আগের মত জমছে না আর সঞ্চয়।
পসরা মেলেছে কালোবাজারি অসাধু সিন্ডিকেট,
ঊর্ধ্বগতির মূল্যবৃদ্ধি উত্তরণের নেই কি টিকেট?
হাঁসফাঁস অর্থনীতি আরো সক্রিয় চাই টিসিবি,
শুনবোনা কোন কথা মুক্তবাজার কারসাজি।
বাজার গরম কিসের শরম বলতে কথা তিতে,
মিথ্যে কথার ফুল ঝুড়ি লাগে না আর মিঠে।
রচনা কাল:-
২৭ মে, ২০২৪