টুকটাক লেখাপড়া শয়তানিতে সেরা,
দিনে দিনে ভাঙছে শৃংখলের বেড়া।

সে ছেলে পায় না কভু মানুষের ভালোবাসা,
কল্যাণী হও বোঝা না রও এই তো মনের আশা।

পড়ালেখা না করে দুষ্টামি করে যারা,
ছাত্র জীবন হেলায় কেটে পড়ে ভাবে তারা।

ভেবেচিন্তে করো কাজ,
নয়তো অসময়ে পড়বে বাজ ।

সময়কে করোনা হেলা,
সময়ের গতিতেই  বাড়ছে বেলা।

রচনাকাল:-
১৫ নভেম্বর,২০০৯ সাল