শ্বেত বরফটা কোথায় পেলে শুধরাবনা,
আমি তনয়া তোমার আদরের স্নেহের কণা।

বাপজান আমার,আসসালামু আলাইকুম,
আজি বাবা দিবসে ফেইসবুকে স্ট্যাটাসের ধুম।

বিধাতার  গড়া আমি তোমারই প্রতিচ্ছবি,
আমার মুচকি হাসি গড়ন বরন সবই।

গড়তে আমায় মহাজ্ঞানী ঝড়ছো কত ঘাম,
কেমনে দিব হায় বিধাতা এত ঘামের দাম।

গড়তে আমায় বড় মানুষ কত ধন হলো বিসর্জন,
ও দয়াময় মিলবে কোথায় এমন আপনজন।

তোমার মাথার ঘাম পায়ে ফেলে এই সংসার,
ও বাপজান, তোমার গুণের নেই তো উপসংহার।

নিঃস্বার্থ তুমি আমার কাছে একটাই তোমার দাবি,
লেখাপড়া শিখে আমি হই যেন গুণী মানি।

এই ধরাতে রাখবো বাপজান আমি তোমার মান ,
কোনদিনও খোয়াব না তোমার মান সম্মান।

রচনা কাল:-
২৩ জুন ,২০১৩