যোদ্ধার হাতে রণ সমরে শাণিত তরবারি,
প্রেরণার অনুরাগী কলমে জগত আলো নারী।

সোনালী দিনে সূর্যি জাগা রক্তিম রাঙা ভোর,
শিশিরে প্রতিবিম্ব কাটায় যত গোঁড়ামি ঘোর।

অন্ধকারের চাঁদ নারী অগ্নিময় সবিতা,
স্নিগ্ধ তমাল ধরিত্রীর অনুরাগী কবিতা।

নারীই অনন্যা নেই কোন ভয় ডর সংশয়,
উজবুক যারা চোখে চেয়ে জেনে তার পরিচয়।

বাঙালি কন্যা বীর সদৃশ দুর্বার চুরমার,
বিজয়ের নিশান হাতে সমরে ছাড়ে হুংকার।

স্বপ্ন বাহকের কাঁধে স্বপ্ন ভরি ভরি,
যত্নে হবেই ধরা ধন মনহরা অপ্সরী।

যতই হাততালি সামনে বাজে জয় জয়কার,
পিছনের মন্দ বুলি যত কালি ছি ছাংকার ।

শত কীর্তি রবে অধম সে রবে না চিরকাল,
অগোচরেই স্বাক্ষী রবে আজিকার মহাকাল।

রচনা কাল:-
২৯ জুলাই, ২০২৪

(মাত্রাবৃত্ত ছন্দ)