গুনাহের বোঝা পাপের ছায়ায় নত,
আঁধারে আড়ালে ঢেকেছে বুকের ক্ষত।

তবুও কোথাও জ্বলে জোনাক  আলো,
এলো রমাদান হৃদয় সাজাতে ভালো।

আকাশের তারা গুনগুন করে তাওবা,
সেজদায় লুটে পড়ে সব মুমিন সভা।

পাখিদের সুর বেহালা জিকিরে হালাকা,
আমলের নূরে ভাসে জান্নাতি বলাকা।

মমিন হৃদয় হাঁটু ভেঙ্গে ঢলে সেজদা,
রবের পেয়ারে চোরাবালি মনে তেষ্টা।

কোরআনী নুর স্নানে পবিত্র হৃদয়,
কেড়েছে রবের পেয়ারী নূরের সদয়।

এলো রমাদান এলো বরকত রহমত,
শুদ্ধ হৃদয় যত্নে আমল সহমত।

আত্মা স্নানে হৃদয় গহীনে নূর,
রমাদান তার ছড়িয়ে বেড়ায় সুর।

রমাদান এলো রমাদান এলো দ্বারে,
রহমত সাথে দরজায় কড়া নাড়ে।

হও আগুয়ান ও মুসলমান সবে,
পাপাচার ভুলে শুদ্ধ আমল তবে।

আত্মশুদ্ধি’ রমাদান এলো দ্বারে,
কে আছো পথিক পৃথিবীর পথে হারে।

রচনাকাল:-
৪ মার্চ, ২০২৫

(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক,
অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)