চলছি ফিরছি মনের মত বাঁধা দিওনা মোরে,
থাক পরে থাক জ্বলে পুড়ে যাক স্মৃতির ঘরে।
আমি শুধু আমার আমি বাঁচি মনের মত,
না হয় আঁকড়ে থাকি কষ্ট আছে যত।
হয় না সবাই সুখী নেই কোন অভিমান,
যা ঘটে তাই মঙ্গল আল্লাহ তায়ালার শান্।
আমি আমার আমি হোক সাধের ভাড়া খালি,
দুঃখ নাহয় আছড়ে পরুক ভাঙ্গুক স্বপ্ন জালি।
হাসবো না আর ঠোঁটের কোণে চাঁদনী হাসি,
শুনবো না আর মরমে তার বিষের বাঁশি।
যত রচেছি গাঁথামালা সেই স্মৃতিটুকুই থাক,
পর যদি করেছে তবে যাক দুরে চলে যাক।
মনের কথা ফেরি করে লাভ কি বল সেথা ,
একলা হাসি হাসে সে যে বাক্য ব্যয় অযথা।
কলিজা পোড়া গন্ধে কাটে বিশ্রামহীন রাত,
থাক পড়ে থাক আমার আমি বাকি সব বাদ।
বোধকাহনে ছিন্ন করি মিছে মায়ার বাঁধন,
না ভিজি নয়ন হাস্য উজ্জ্বল থাক স্মৃতিচারণ।
আবার একলা হব রাত্রি জাগা শশীর মত,
রবির মতো জাগবো গুছিয়ে নিয়ে দুঃখ যত।
রচনা কাল:-
২৬ জুন, ২০২৪