সূর্যের শোকে রাত্রির আঁধার নেমেছে,
আঁধারে আড়ালে আদুরে সন্ধ্যা ঘনেছে।

নও বধুয়ার সন্ধি শোকের মাতন,
আঁধারে পুড়িয়ে হৃদয়ে প্রেমের যাতন।

এতটুকু আলো পেতে ঘনবনে ডাহুক,
চিৎকার তোলে বোলে মগডালে চাহুক।

হুতুম পেঁচাটা ঘ্যানঘ্যানি তোলে সুরে,
অন্ধকারেরা হাহাকার করে দূরে।

হঠাৎ আলোর ঝলকে চমক চিত্ত,
আঁধার কাটিয়ে আলোকসজ্জা বৃত্ত।

তারাদের ভিড়ে হঠাৎ জেগেছে চাঁদ,
সূর্যের কাছে ধার করা আলো ফাঁদ।

প্রাণ বধুয়ার হাতেও সন্ধ্যা প্রদীপ,
প্রেম স্মরণে ফিরে যদি তার মনিব।

হঠাৎ আলোর হালাকা জেগেছে বনে,
আলোর মিছিলে মাতে সব তরু গনে।

জোনাকির আলো মুঠো মুঠো মায়া দ্যুতি,
আরেক পৃথিবী জেগেছে আঁধার জ্যোতি।

আলোর মিছিলে হঠাৎ আলোর সাতকাহন,
প্রদীপে জোনাকে চাঁদ ও তারাতে বোধকাহন।

রচনা কাল:-
১৮ নভেম্বর, ২০২৪

(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)