হাস্যরসে মজি মন লোকেরা বলেই লোটে,
আক্কেল নেই যার তার আক্কেল দাঁত ওঠে।
অনেক লোকে বলে আক্কেল দাঁতে বড়াই,
বত্রিশ দাঁতে ভাল মন্দের চড়াই উৎরাই।
চার বছরে চারটি দাঁত মাড়ির দাঁতেই টুটে,
আক্কেল দাঁত কি আর সবার ভাগ্যে জোটে!
আঠারোতে শুরু বত্রিশের দাঁতের আবির্ভাব,
বত্রিশেই বত্রিশ দাঁতের হয় নাকি তিরোভাব।
বত্রিশ দাঁতের পীড়ন নয়তো রে ভাই অযথা,
বত্রিশের নানান দশা লোকে বলে অনেক কথা।
এইসব কুসংস্কার আর ভুল কথায় দিয়ে কান,
ভুল করেছে অনেকেই গিলেছে বিষের বাণ।
ছোট্ট বেলায় ফেলেছি দাঁত শৈল দিয়ে কিলিয়ে,
ব্যথা সেরেছিল আল্লাহর রহমতে ঔষুধ গিলিয়ে।
ভুল করেছি ছুলিয়ে মাড়ি তাই ভুক্তভোগী বটে,
তাড়াতাড়ি আর বাড়াবাড়িতে এইসব বেশি ঘটে।
কুসংস্কারের থুবড়ি বত্রিশ দাঁতের মর্মে পাই,
পরিপক্বতাই সঠিক ছিল বাকি সবই ছিল ছাই।
সময়ের দাঁত সময়ে ওঠে নেই তো কোন লাজ,
মাড়ি ছুলানো বাড়াবাড়ি রকমের বাজে কাজ।
ছুলানো মাড়ির ব্যথায় রোচে না মুখে ওদন,
ব্যথায় কাতর কান-কপোল থুবড়ে পড়ে বদন।
এপাশ-ওপাশ ব্যথা ঘোরে কানে টানে সারাবেলা,
আক্কেল দাঁতে মরেছি ঘনিয়েছি তব কালবেলা।।
রচনা কাল:-
২৯ আগস্ট,২০১৭