বেলকোনির টেবিলে ধোঁয়াশী এক কাপ চা
শেষ বিকেলে একলা আমি,
চুমুকে চুমুকে গড়ে পড়ে স্মৃতি’ খসড়া
পাতায় সব গল্প দামি।

এক চুমুকে রোদ্দুর জ্বলে আনমনে
আরেক চুমুকে মেঘ ছায়া,
মিষ্টি-মধুর কিছু কথা আলপনা হয়
আবার কোথাও তেতো মায়া।

তপ্ত চায়ের কাপে জ্বলেছিলাম আমি
বড্ড গরম ছিল ক্ষণ,
শীতল চায়ের কাপ গোধূলির নীড়ে ভাসে
তলানিতে পড়ে থাকে মন।

একদিন এই কাপ পড়ে থাকবে টেবিলে
কিন্তু চা কি থাকবে তাতে?
আমার মতো সময়ও বুঝি নীরব হয়ে
ঠাণ্ডা হবে কারোর সাথে!

রচনাকাল:-
১১ ফেব্রুয়ারি, ২০২৫

(পূর্ণ পর্ব আট মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক,
সমপর্বিক, অপর্ণ পর্ব অসমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)