এই আঁধারে গগন গাঁয়ে কে গো পিদিম জ্বালে?
আকাশ জুড়ে জোসনা মাখে তারার আলো ভালে।
ছিড়ে আঁধার সূর্য এঁকে জাগায় কে গো ভোর?
রবি জ্বলে মশাল মতো খোলে আলোক ডোর।
সূর্য নিভে আঁধার এনে কে গো বানায় রাত?
কার হুকুমে চাঁদটা ওঠে আলোক মেলা জাত?
কার হুকুমে পাহাড় চূড়া দাঁড়িয়ে সদা থাকে?
বুকটা চিরে ঝর্ণাধারা প্রবাহমান বাঁকে ।
কার হুকুমে নদী সাগরে মিশে জলের ঝাঁকে?
কার হুকুমে পাখিরা গায় সবুজ পাতা’ ফাঁকে?
কার প্রেমেতে ফুলটা ফোঁটে ছোটে সুবাস শত?
গভীর ধ্যানে গাছের পাতা জিকির করে কত!
কার হুকুমে আকাশ জুড়ে রংধনুটা ওঠে?
রঙের খেলা ভ্যাল ভেলিয়ে খেল হারিয়ে টোটে।
কার প্রেমেতে পাহাড় গাত্রে রঙের জং ধরে?
সাত রঙের রং আধার যুগেক যুগে গড়ে।
কে গো এমন শূন্যের মাঝে গ্রহের মেলা বসায়?
নিয়ম করে আলো আঁধার সূর্য চাঁদে সাজায়!
কে গো এমন মগজ দিয়ে মানুষ বোনে আশায়?
এই মানুষে গর্ব করে নিজের দোষে ধরায়!
কত প্রাণের আনাগোনায় মুখর ধরাপট!
কে বানালো গো কে সাজালো গো কার মনেতে খট?
মালিক যিনি তিনি মহান রব এক আল্লাহ!
জিকির ধরো সুরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ।
রচনা কাল:-
৮ ডিসেম্বর, ২০২৪
(পূর্ণ পর্ব পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত , সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)