এই সকালে বৃষ্টি পড়ে  
লাউ ডগার নাচন,
ভেজা আকাশ ভেজা বাতাস
মিশে ধোঁয়ার বাচন।

অনুন ঘরে খরের চালা
বাঁশের বাতে বাঁধা,
পুকুর ঘাটে গাঁয়ের পথে
বাদলা জলে কাদা,

গরু ছাগল হাঁস মুরগি
গুদুচঙ্গীর দল,
স্নান সারে বৃষ্টি জলে
ভেবে মিষ্টি জল।

সুপারি সারী তাল খেজুরে
লাগে বেদম হাওয়া,
রাখাল ছেলে মাঠ ছাগলে
দেয় ভীষণ ধাওয়া।

নদীর ঘাটে সুজন মাঝি
নোঙর গেড়ে যায়,
বধূয়া তার একলা ঘরে
সূচের খোঁচা খায়।

নৃত্যের তালে ছন্দ তোলে
বৃষ্টি ফোঁটা জলে,
পদ্ম ফোটা পুকুর পাড়ে
আলতো প’শ  বোলে।

বাদলা দিনে এমন ক্ষণে
তরু স্নান সারে,
গাঁয়ের বধু বরের পাতে
ঝাল খিচুড়ি বাড়ে।

বরই ফুলে বৃষ্টি মাতে
আলোক লতা ঝুলে,
শখের বশে বরই ফুল
কানের লতে দোলে।

বৃষ্টি বাড়ে ক্ষণেক ক্ষণে
মাতে টিনের চালা,
ঝম ঝমিয়ে বৃষ্টি নাচে
সাজে স্মৃতি’ ডালা।।

রচনা কাল:-
২৬ সেপ্টেম্বর, ২০২৪

(পূর্ণ পর্ব পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)