আমি তোমায় ভালবেসেছি বলে,
তুমি প্রিয় হয়ে যাও?
না, তুমি সুপ্রিয়া বলে,
আমি তোমার কদর করি?
তুমি বলে যাও।
আমি তোমায় ভালবেসেছি বলে,
তুমি অভিমানী হয়ে যাও?
না, এটা পূর্বরাগ ভেবে শুধু,
আমি অভিমান সহ্য করি?
তুমি বলে যাও।
আমি সু- দর্শক বলে,
তুমি সুন্দর হয়ে যাও?
না, তুমি সুন্দর বলে,
আমি সু-দর্শন করি?
তুমি বলে যাও।
আমি ফোনে কথা বললে,
তুমি নিদ্রায় ঢলে পড়ে যাও?
না, তুমি নিদ্রায় মগ্ন থাকলেও,
আমি কথা বলতে বাধ্য করি?
তুমি বলে যাও।
আমি ফোন করলে তুমি,
কাজে ব্যস্ত হয়ে যাও?
না, তুমি কাজে ব্যস্ত থাকলে,
আমি তোমায় ফোন করি?
তুমি বলে যাও।
আমি এস এম এস করলে,
তুমি অফলাইনে হয়ে যাও?
না, অনলাইন থেকে তুমি গেলে,
আমি এস এম এস করি?
তুমি বলে যাও।