ওগো সুপ্রিয়া তুমি কি আসবে আমার কুঁড়েঘরে?
ধারণ করব বক্ষ মাঝে তোমায় উপলব্ধি করে।
রয়েছে মোর ক্ষুদ্র মাটির লেপা বাড়ি, নেই অট্টালিকা,
ভালবাসায় খাদ নেই, ও আমার অপরিচিত প্রেমিকা।


ওগো সুপ্রিয়া তুমি কি আসবে মধ্যবিত্তের রক্তে?
প্রেম স্পর্শে তোমার জীবন রাঙ্গাবো হীরক দীপ্তিতে।
রয়েছে মোর উদার মন,তুমি ওই মনের চালিকা,
কি দোষ করেছি আমি,ও আমার অপরিচিত প্রেমিকা।


ওগো সুপ্রিয়া তুমি কি আসবে আমার অন্তরাত্মা হয়ে?
তোর সদা রাখবো খেয়াল আমার কালো আঁখিদয়ে।
রয়েছে মোর অসুস্থ মন, তুমি ওই মনের সেবিকা,
কি ভুল করেছি আমি,ও আমার অপরিচিত প্রেমিকা।


ওগো সুপ্রিয়া তুমি কি আসবে আমার অন্তরের সিংহাসনে?
প্রিয়া রূপে চিরকাল বসিয়ে রাখবো দেবীর আসনে।
রয়েছে মোর প্রেমাকুল মন,তুমি ওই মনের রাধিকা,
দূরে সরে দিওনা মোরে,ও আমার অপরিচিত প্রেমিকা।