জলকামানে ইচ্ছেমতো মারছ তুমি যাদের,
তারা মোদের অন্নদাতা দেশ পূজিছে তাদের।
সাধ্যমত ফোটায় ফসল ঝরিয়ে যায় ঘাম,
দেশ দ্রোহী নয় যে তারা চায় আনাচের দাম।
যাচাই করো তাদের দাবি তুমি তাদের রাজা,
আত্মঘাতী কেন তবে তারা দিচ্ছে নিজেকে সাজা?
সব অধিকার কেড়ে যদি তাদের কর নিঃস্ব,
তবে তুমি দেশের বর্গী রাজা সাক্ষী সারা বিশ্ব।
মানছি অনেক ত্রুটি তাদের রক্তে আজ বইছে,
তোমার বড় মন্ত্রিসভা এখন তব কি করছে?
টক-শোতে গেছেন বুঝি মন্ত্রী-মশাই যত,
তাদের দাবি মানলে কি আজ টক-শো হত?