অপরিকল্পিত লকডাউন অসংগঠিত ক্ষেত্রকে করেছে কাবু,
কোটি কুড়ি লোক কাজ হারালো তব উদাস রাজা হবু ।
লোকসভাতে পেস করছে তৃতীয় বাজেট নির্মলা,
মধ্যবিত্ত হতাশ,গরীব- নিম্নবিত্তর ঝোলায় কাঁচকলা।
বেসরকারিকরণের দীর্ঘ তালিকা উচ্ছ্বসিত আদানি কাকা,
ঘুরছে কেন আন্দোলনকারী কৃষক দের উপর নিপীড়নের চাকা?
সমস্যা বাড়িয়েছে অর্থ ব্যবস্থায় মোট চাহিদার ঘাটতি,
জি ডি পির কাঁটা নামছে দেশে বেকারত্বের বাড়তি।
পেপার বিহীন বাজেট এবার হাতে নিয়ে ট্যাব,
কর্পোরেট কে সুবিধা দিয়ে আমজনতার মাথায় কেপ।
তেলের ছেকায় নাভিশ্বাস উঠেছে মানুষ সর্বহারা,
ঘর ছেড়ে তাই রাস্তায় ভুক্তভোগী যারা।
স্বনির্ভর দেশে কেনো বাড়ছে ক্রমাগত করের বোঝা?
উন্নয়নের রথ টানতে এবার আসছে যুবসমাজের ওঝা ।