ঘোমটা খানি তোমার মাথায় ছিল না বটে,
তাই কালো চুল তোমার পিঠের পরে লোটে।
চুলটা তোমার ঘন মেঘের মতো কালো,
করবে আমার সংসার ছড়িয়ে দিতে আলো?