সত্তার দরজাগুলো বন্ধ করে দেয়া হইতাছে মুখের ওপর।
দীর্ঘ অন্তঃসারশূন্যতার ঢাক পেটানোর থেইকা তাই,
আমার জন্যে মৃত্যু নিয়া আইসো।
আত্মা বণ্টন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি শেষ হওয়া মাত্রই
ঠিকানা পরিবর্তন হইয়াছে মর্মে পোস্টার সাঁটাইয়া দিয়া
জীবন,মৃত্যু,স্ববিরোধিতা আর অপ্রাপ্তির চৌরাস্তার
জিরো পয়েন্টে গিয়া দাঁড়াবো।
আমাকে আরেকবার আইসা শেষ বারের মতো খুন কইরা যাইয়ো।
দ্বিতীয়বার আত্মহত্যার আগে তোমার পাও ধইরা অনুরোধ করতাছি
মানুষের মানচিত্র থেইকা আমার নাম নিজ হাতে মুইছা দাও।