লুকোচুরির নিত্য খেলায়
ঠোঁটের কোনায় হাসি লুকায়,
চোখের মধ্যে কান্না লুকায়।
বুকের মধ্যে দুঃখ লুকায়।

লুকোচুরির নিত্য খেলায়
কত মানুষ পালিয়ে বেড়ায়,
বুকের উপর পাথর চাপায়
মানুষগুলো বদলাতে চায়।

লুকোচুরির নিত্য খেলায়
মানুষ গুলো নাই হয়ে যায়,
প্রেম গুলো তার যখন হারায়
প্রেমিক গুলোও শেষ হয়ে যায়

লুকোচুরির নিত্য খেলায়
মানুষগুলো যা পেতে চায়
মনের মধ্যে গভীর মায়ায়
নিজ হাতে তার দাফন করায়।

লুকোচুরির নিত্য খেলায়
মানুষগুলো মানুষ কাঁদায়
জীবন নদীর জোয়ার ভাটায়
মানুষ গুলোর কষ্ট বাড়ায়।

লুকোচুরির নিত্য খেলায়
মানুষ গুলো শেষ হয়ে যায়!