আজ অনেকদিন পর সানগ্লাস পরে বেরোলাম,
চোখের ক্যানভাসে ভেসে ওঠা চাপা যন্ত্রণা গুলো
চাপা দেওয়ার জন্য সানগ্লাসের মত সুন্দর জিনিস আর হয় না।
সময়ের সাথে সাথে আলগা হয়ে যাওয়া সম্পর্কের বাধন, হানা দেয় মনের জানালায়।
যে মানুষটা কোন সময় ঘন্টার পর ঘন্টা চ্যাট করেও ক্লান্ত হতো না,
কি খেলাম, কি করছি থেকে কতরকম প্রশ্ন।
কোনো এক প্রান্তিক সীমান্তে বাঁধা পরে আছে আজ সব।
সময়ের ব্যস্ততায় আর আগের মত মেসেজ আসে না ফোনে।
ফোনটা সাইলেন্ট রাখি, মাঝে মাঝে অভ্যাস বসত চোখ পরে মোবাইলের স্কিনে, তবে খুঁজে পাইনা আর আগের তোমাকে।
কমতে থাকা যোগাযোগ আর বাড়তে থাকা ব্যস্ততা।
হাজার কাজে থেকেও আমি আজও ব্যস্ত হতে পারলাম না।
তাই হয়ত সমাজের হাজারো চোখ থেকে নিজের অনুভব গুলোকে আটকাতে সাহায্য নিতে হয় সানগ্লাসের।