জীবন যদি স্বপ্ন হতো কল্পানার খাতা,
মিথ্যা যত ভাবানারা সব মেলে দিতো পাখা।
ভাষাগুলো ছাবির মতন সত্যি যদি হতো,
হারিয়ে যাওয়া ছেলেবেলার খেলাঘরের মত।
সাত রাঙা ওই রামধানু আর নীল আকাশের নীচে,
না পাওয়া সব জিনিস গুলো সাজিয়ে রাখা আছে।
সত্যি বলছি, মিথ্যা সে নয়! নিজের চোখেই দেখা,
জীবন সে এক স্বপ্নময়, নিজের হাতেই লেখা।
মজায় ঘেরা জীবন সে এক, দুঃখ পাওয়া মানা,
ইচ্ছেরা সব বেড়ায় ঘুরে কাল্পানাময় ডানা।