নিষিদ্ধ কবিতার মতো প্রতিটি রাত্রি তোমার জন্য, চন্দ্রাবতী
তুমি অশরীরী, অবাস্তব হতে পারো
তোমার স্পর্শ তবু আমার অঙ্গে প্রত্যঙ্গে
নিষিদ্ধ কবিতার মত প্রতিটি রাত্রি তোমার জন্য, চন্দ্রাবতী
নিষিদ্ধ কবিতার মত তুমি।

তোমার সত্তা আমার বিশ্বাসে, নিঃশ্বাসে
তুমি নিঃসঙ্গ হৃদয়ে বাস করো
মানুষ হয়ে নয়, শুধু এক অনুভূতির মত, অনুভবের মত তুমি,
চন্দ্রাবতী।
নিবিড় নিস্তব্ধ রাত্রি তাই কেবলই তোমার প্রতীক্ষা,
আমার আঁখিপল্লবের আকুলতা, তোমার অস্তিত্বে ডুবে থাকা
আমার শিয়রে এসে বসবে, চন্দ্রাবতী।

কোনও একদিন তুমি আমার হবে, সত্যিকারের তুমি,
পালাবে না ভীত হরিণীর মত,
ভোরের নিষ্ঠুর সূর্যের রঙ তোমাকে ছোঁবে না আর,
তুমি নিয়ত বিদ্যমান, চিরন্তন হবে
ওই সূর্যের মতন,
সেদিন আমার চোখ ধাঁধিয়ে দিও।

আমার নিকষ অন্ধকার ভেঙে
চন্দ্রাবতী
তোমার হাতে এক গুচ্ছ চাঁদের আলো।