"যাউঙ্গা খালি হাত
মগর এ দর্দকে সাথ যাউঙ্গা
জানে কিস দিন হিন্দুস্তান
আজাদ বতন কহলা উঙ্গা"
           ---+-----আসফাকুল্লা খান(17.12.1927)
মহানায়ক আসফাকুল্লা তখন
ক্লাস সেভেনের ছাত্র,
ই্ংরেজ বিদ্রোহের আগুনে
দেশ জ্বলছিল।
এক দঙ্গল ইংরেজ সেনা
স্কুলে ছাপামারি করল,ক
দেশ ভক্তির অপরাধে
এক ছাত্রকে উঠিয়ে নিয়ে গেল।
আসফাকুল্লা বিদ্রোহের আগুনে জ্বলে উঠলো
সে আগুনের হল্কা সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ল।
দেশ ‌ভক্তি অপরাধ এ কথা
কেউ মানতে  পারল না
ধিকি ধিকি আগুন জ্বলতে থাকল
আসফাকুল্লার বুকের আগুন নিভল না।
দু বছর পরে বীর বিপ্লবী
রামপ্রসাদের সাথে স্বাধীনতা কামীদের
সাথে সংগ্ৰামে ঝাঁপিয়ে পড়ল।
শুরু হল প্রচার  স্বাধীনতার নামে
ইংরেজ  শঙ্কিত হল সেই আবেগে,
কিন্তু স্বাধীনতা কামীদের অর্থ ছিল না
প্রচার করবার প্রয়োজন মিটছিল না।
আট আগষ্ট মিটিং এ ঠিক হল
ট্রেন লুট করতে হবে,
সেই টাকা দেশের কাজে লাগবে।
পরদিন কাকোরি স্টেশনের কাছে
ট্রেন লুট হল,
ভীত সন্ত্রস্ত ইংরেজ
চারিদিকে জাল পাতল।
ধরা পড়ল আসফাকুল্লা রামপ্রসাদ
ঊনিশে ডিসেম্বর ওরা ইংরেজের
ফাঁসি কাঠে মৃত্যু বরন করল।