ভাগ্যের চাকা তো ঘুরছেই
মানুষ চেষ্টা করে
চাকাটাকে ঠেলতেপ্ত
একদিন সে চাকা ঘুরবেই।
ভাগ্য সদয় হলে
চেষ্টায় ফল ফলে
তা নাহলে চেষ্টাটা বিফল হবেই।
আজ যে রাজা ছিল
কাল সে প্রজা হল
রাজা প্রজার খেলাটা তো চলছেই।
ভাগ্য সদয় হলে
ডুমুর গাছে আঙুর ফলে
অযোগ্যর বড়ো স্থান হয় যে।
ভাগ্যের কৃপা না হলে
সিদ্ধ কাজ বিফল হবে
হাত কামড়ে রয়ে যাবে
অশ্রুর ধারা শুধু রবে।
রাবন রাজা অতি শক্তিশালী ছিল
স্বর্গের সি়ঁড়ি বাঁধতে চাইল
ভাগ্য সদয় হল না
সিঁড়ি বাঁধা হল না।
প্রেমের বাদশা শাহজাহান
ভেবেছিল চিরকাল বাদশা থাকবেই
পুত্র গণ বিদ্রোহ করল
শেষ বয়সে মরল জেলেই।